Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিসিবি’র জন্য ২০৬ কোটি টাকার ডাল-তেল কিনবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৩ ১৮:০৯ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ ১৮:৫৪

ঢাকা: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৮ হাজার টন মসুর ডাল ও ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে সরকারের ব্যয় হবে ২০৬ কোটি ৭৫ লাখ টাকা।

বুধবার (২৬ জুলাই) দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এসব তথ্য জানান। তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার (+৫%) টন মসুর ডাল কিনবে। নাবিল নাবা ফুডস লিমিটেডের কাছ থেকে ৭৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।’

এছাড়াও টিসিবি ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ (+৫%) লিটার সয়াবিন তেল কিনবে। এরইমধ্যে মেঘনা এডিবল অয়েলস রেফিনারস লিমিটেডের কাছ থেকে ১৩১ কোটি ১৬ লাখ টাকায় তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/জিএস/এমও

টিসিবি ডাল-তেল সরকার

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর