Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিরো আলমকে নিয়ে বিবৃতি দেওয়া ১৩ রাষ্ট্রদূতকে ডেকে অসন্তোষ প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৩ ১৭:৪৪ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ ১৭:৪৬

ঢাকা: ঢাকা-১৭ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপরে হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকাস্থ যে ১৩ দূতাবাস গণমাধ্যমে যৌথ বিবৃতি দিয়েছিল, সেসব রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণে অসন্তোষও প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের ডাকা হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে আমরা তাদের কূটনৈতিক আচরণবিধি সম্পর্কিত ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দিয়ে গঠনমূলক হওয়ার পরামর্শ দিয়েছি। পাশাপাশি এও সতর্ক করা হয়েছে যে, সরকারকে পাশ কাটিয়ে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা বর্জিত আচরণ কেবলই পারস্পরিক আস্থার সংকট তৈরি করবে।’

বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, তাদের (রাষ্ট্রদূত) কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণে আমরা আমাদের অসন্তোষ প্রকাশ করেছি। আমরা বলেছি যে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, যা দিয়ে সারাদিনের শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে মূল্যায়ন করা ঠিক হবে না।

তিনি বলেন, ‘আপনারাও জানেন যে, ওই নির্বাচনে সহিংসতা হয়নি। আলম সারাদিন আপনাদেরই সতীর্থদের সঙ্গে বিভিন্ন কেন্দ্র অবাধে বিচরণ করে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। ভোট শেষ হবার আগ মুহূর্ত পর্যন্ত তিনিও কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হননি, বা কোনো অভিযোগ করেননি। অন্যান্য প্রার্থীরাও কোনো ধরনের সহিংসতা বা অন্য কোনো অনিয়মের অভিযোগ করেননি। তাই শুধুমাত্র একটি কেন্দ্রের শেষ মুহূর্তের একটি বিচ্ছিন্ন ঘটনাটিকে গুটি কয়েক কূটনীতিকরা যেভাবে উপস্থাপন করেছেন তা কখনই সারাদিনের শান্তিপূর্ণ নির্বাচনকে প্রতিফলিত করে না। দ্রুত একটি প্রতিক্রিয়া দিতে গিয়ে তারা তাদের মূল্যায়নটির বস্তুনিষ্ঠতার প্রতি যথাযথ গুরুত্ব দেননি।’

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ঘটনা সম্পর্কে জানার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশন এবং সরকার ত্বরিত ও আইনানুগ ব্যবস্থা নিয়েছে। ১৯ জুলাই কূটনীতিকদের বিবৃতি দেওয়ার অনেক আগেই কিন্তু দুই জনকে গ্রেফতার করা হয়েছিলো। ১৮ জুলাই তারিখে আপনারাও তা মিডিয়াতে প্রকাশ করেছিলেন। অথচ, ব্যবস্থা নেবার পরেও এই কূটনীতিকরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন যা অযাচিত ও অপ্রয়োজনীয়। সত্যি কথা বলতে কি, যে দ্রুততা ও গুরুত্বের সঙ্গে বিচ্ছিন্ন ঘটনাটির সমালোচনা তারা করেছেন, সেই গুরুত্ব ও দ্রুততার সঙ্গে কিন্তু তারা সরকারের গৃহীত তাৎক্ষণিক ও ত্বরিত আইনানুগ ব্যবস্থাকে তারা মূল্যায়ন করেননি। তাই, যৌথ বিবৃতিটির বস্তুনিষ্ঠতা ও উদ্দেশ্য নিয়ে ভাবনার অবকাশ থেকেই যায়।’

‘ওনাদের যৌথ বিবৃতিটি যে ঘটনা প্রবাহের সঙ্গে অসংগতিপূর্ণভাবে যথা সময়ের অনেক আগেই তড়িঘড়ি করে অপরিণতভাবে উপস্থাপন করা হয়েছে, আশা করি আমাদের আজকের আলোচনার পর তারা সেটি নিশ্চয়ই উপলব্ধি করবেন এবং ভবিষ্যতে এমন অকূটনৈতিক আচরণ থেকে বিরত থাকবেন’, বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

সারাবাংলা/জেআর/এমও

অসন্তোষ বিবৃতি দেওয়া রাষ্ট্রদূত হিরো আলম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর