Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাহিরপুরে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৩ ২০:২১

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

মঙ্গলবার (২৫ জুলাই) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সেলিম আহমদের নেতৃত্বে এই সমাবেশে উপজেলার বিভিন্ন প্রান্ত নেতা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ জনতা অংশ নেয়। হাজার হাজার নেতাকর্মীর এই উন্নয়ন শোভাযাত্রা তাহিরপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে অনুষ্ঠিত এক সমাবেশে সুনামগঞ্জ জেলার কৃষক লীগের সভাপতি সেলিম আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।’

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সারাবাংলা/ইএইচটি/একে

তাহিরপুর শান্তি সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর