৩ জঙ্গির ১০ দিন রিমান্ড চেয়েছে পুলিশ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৩ ১৯:৩৩
২৫ জুলাই ২০২৩ ১৯:৩৩
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে গ্রেফতারকৃত নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্কীয়ার আমির আনিসুর রহমানসহ তিনজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে (২৫ জুলাই) আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লৌহজং থানার পরিদর্শক মো. সাইফুল ইসলাম। পরে সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান আগামীকাল বুধবার শুনানির জন্য দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ জামাল হোসেন। এ ঘটনায় গতকাল তাদের বিরুদ্ধে লৌহজং থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।
সারাবাংলা/একে