Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় মোটরসাইকেল আরোহীর পা বিচ্ছিন্ন, এরপর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৩ ১৮:১১

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রথমে তার পা বিচ্ছিন্ন হয় এরপর ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ তিনযাত্রী আহত হয়েছেন।

মোটরসাইকেল আরোহীর নাম নাহিদ আহমেদ (২৭)। তিনি একটি ওষুধ কোম্পানির সোনারগাঁ এরিয়া রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

আহতরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা আব্দুর রব (৭০), তার স্ত্রী বিলকিস বেগম (৬১) ও প্রাইভেটকার চালক দেলোয়ার হোসেন (৩০)।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও আহতের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাহিদের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর বাসটি পালানোর চেষ্টাকালে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় চালকসহ তিন যাত্রী আহত হয়। তবে তাদের আঘাত গুরুতর না হওয়ায় তারা স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ.এস.এম. রাশেদুল ইসলাম বলেন, ‘মরদেহ ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ বাসটির চালককে আটকের চেষ্টা করছে।’

সারাবাংলা/একে

টপ নিউজ মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর