Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ফের চলবে ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৩ ১৫:৩৭ | আপডেট: ২৫ জুলাই ২০২৩ ১৬:৩২

নারায়ণগঞ্জ: দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পথে রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। পাশাপাশি অল্প সময়ের মধ্যে ডাবল লাইন প্রকল্পের কাজ পুনরায় শুরু করা হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্পের কাজ পরির্দশনে এসে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী আরও বলেন, ‘আগামী অক্টোবরের শুরুর দিকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে রেল চলাচল কার্যক্রম উদ্বোধন করা হবে। এখন কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল লেন শুরুর প্রক্রিয়া চলছে। একটি পুর্নাঙ্গ ট্রেন দিয়ে ট্রায়াল লেনের ব্যবস্থা করা হয়েছে।’

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল চলাচল প্রকল্পের কাজ শেষ করে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যেই রেল চলাচল চালু কার্যক্রম উদ্বোধন করা হবে বলেও জানান রেলমন্ত্রী।

এসময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক আফজাল হোসেন, ঢাকা বিভাগীয় রেলওয়ে পরিচালক সেলিম রউফ ও বিআরএম সফিকুল ইসলামসহ রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলার/এমও

ট্রেন ঢাকা-নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর