Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফখরুলকে দেখতে মনে হয় ভালো মানুষ অথচ মুখে বিষ’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৩ ১৩:৩৮

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেছেন, ‘ফখরুলের গলায় এখন অনেক পানি। দেখতে মনে হয় ভালো মানুষ অথচ মুখে এত বিষ। কি ভাষায় বক্তৃতা দেয়?’

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু এভিনিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কম্বোডিয়ার নির্বাচনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘কম্বোডিয়ায় নিষেধাজ্ঞা হয়েছে। কম্বোডিয়ার বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি সেজন্য নিষেধাজ্ঞা হয়েছে। এখান যদি বিরোধী দল নির্বাচনে অংশ না নেয় সেটা কার অপরাধ? এইটা দেখে অনেকের আবারও যাদের এতদিন মুখ চোখ শুকিয়ে গিয়েছিল, এখন আবার গলায় পানি এসেছে।’

দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারা খালি মাঠ পেলে সংঘাত করবে, এটা সবাই জানে। সেই প্রস্তুতি তারা নিচ্ছে। সীমান্তের এপার থেকে খবর পাচ্ছি, তারা অস্ত্র কিনছে। চাঁপাইনবাবগঞ্জ তাদের একটা অস্ত্র সরবরাহ ঘাঁটি। বিভিন্নভাবে খবর আসছে। কারণ তারা মনে করে জনশক্তি কোনো শক্তি নয়, অস্ত্র শক্তি হচ্ছে আসল শক্তি।’ এসময় নেতাকর্মীদের চোখ কান খোলা রাখার আহ্বান এবং সবাইকে প্রস্তুত থাকার অনুরোধ করেন তিনি।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক-সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলার পার্শ্ববর্তী জেলার সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম), মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খানসহ ঢাকা মহানগর, ঢাকার পার্শ্ববর্তী জেলা আওয়ামী লীগের নেতাসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমও

আওয়ামী লীগ মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর