Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ বছর পর ছাত্রদল নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৩ ২৩:৫৮

ঢাকা: ৪ বছর ১ মাস ২ দিন পর জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

রোববার (২৪ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে তিনি বলেন, ‘গত ২২ জুন ২০১৯ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মো. এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, মামুন বিল্লাহ, জয়দেব জয়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন, সাবেক সহসাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার, সাবেক সহসাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী, সাবেক কেন্দ্রীয় সদস্য আব্দুল মালেক এবং আজিজুল হক পাটোয়ারী আজিমকে বহিষ্কার করা হয়েছিল। উল্লিখিত নেতৃবৃন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।’

বয়স্কদের বাদ দিয়ে বেঁধে দেওয়া বয়সসীমার মধ্যে থাকা ছাত্রনেতাদের সরাসরি ভোটে ২০১৯ সালে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। ওই কমিটি গঠনের আগে ও পরে নয়াপল্টন কার্যালয়ের সামনে আন্দোলন করে উল্লিখিত ছাত্রনেতারা। আন্দোলনের এক পর্যায়ে তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়, কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনাও ঘটে। শারীরিকভাবে লাঞ্চিত করা হয় রুহুল কবির রিজভীকে।

উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনরত ছাত্রনেতাদের দল থেকে বহিষ্কার করা হয়। পরে তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বহিষ্কার আদেশ তুলে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন থেকে সরে আসে। এরপর চার বছর পেরিয়ে গেলেও তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়নি। অবশেষে বিএনপির চলমান আন্দোলন বেগবান করতে সম্প্রতি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

সারাবাংরা/এজেড/পিটিএম

ছাত্রদল নেতা বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর