Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৩ ১১:১১

নওগাঁ: পত্নীতলায় ১৩ বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

সোমবার (২৪ জুলাই) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে, রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খিরসিন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলমগীর হোসেন জেলার ধামইরহাট থানার দেবীপুর গ্রামের আজিজের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জুলাই রাত সাড়ে ভিকটিমকে (১৩) বাড়িতে একা পেয়ে আলমগীর তার বন্ধু সোহাগের সহযোগিতায় অপহরণ করে। এরপর ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন ভিকটিমের বাবা ধামইরহাট থানায় আলমগীর ও তার বন্ধু সোহাগ এর নামে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন।

মামলার র‌্যাবের অভিযানিক দল আসামি আলমগীরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে পত্নীতলা উপজেলার খিরসিন এলাকা থেকে আসামি আলমগীরকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া আসামিকে ধামইরহাট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমও

নওগাঁ শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর