প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়া মাত্রই ঘোষণা: সোহাগ
১২ মে ২০১৮ ১২:৪৮ | আপডেট: ১২ মে ২০১৮ ১৩:৪২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একমাত্র অভিভাবক। তিনি যেভাবে নির্দেশনা দেবেন, দ্বিতীয় অধিবেশন আমরা সেভাবেই পরিচালনা করবো। প্রধানমন্ত্রী ইতোমধ্যে আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন এবং শেষ নির্দেশনা পাওয়া মাত্রই আপনাদের মাঝে সবকিছু ঘোষণা করবো। সে জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে।’
শনিবার (১২ মে) সকাল ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হওয়া সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর দুপুরের খাবার পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শুরু হবে।
সিন্ডিকেট বিরোধী স্লোগানে মুখরিত কাউন্সিল অধিবেশন
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধাররণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোহাম্মেলল হক, খালিদ মাহমুদ চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনসহ সংগঠনের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন নেতৃত্ব বিষয়ে সোহাগ বলেন, ‘শেখ হাসিনা ঠিক যেভাবে আমাদের নির্দেশনা দেবেন, ঠিক সেভাবেই সে নির্দেশনা আমরা বাস্তবায়ন করবো।’
শুক্রবার বিকেল ৪টার কিছু পরে বেলুন ও পায়রা উড়িয়ে ছাত্রলীগের ২৯তম সম্মেলনের কার্যক্রম শুরু করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সম্মেলনের মাধ্যমে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন নেতৃত্ব আসবে।
সারাবাংলা/এনআর/এমআইএস
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook
আরও পড়ুন..
সমঝোতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনে ছাত্রলীগকে শেখ হাসিনার আহ্বান
আদর্শহীন রাজনীতি কোনো রাজনীতি নয়: শেখ হাসিনা
কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি বরদাশত করবো না : প্রধানমন্ত্রী
‘বাঙালির প্রতিটি অর্জনে ছাত্রলীগের অবদান রয়েছে’
ছাত্রলীগকে ফার্স্ট টাইম ভোটারদের সংগঠিত করতে হবে: ওবায়দুল কাদের
স্যাটেলাইট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী
সিন্ডিকেটের বৃত্ত থেকে নতুন মডেলে ফেরার সম্মেলন
ছাত্রলীগের সম্মেলন: নিরাপত্তায় মোড়ানো সোহরাওয়ার্দী
প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তেই ছাত্রলীগের নেতৃত্ব: সোহাগ
ছাত্রলীগের সম্মেলন: সোহরাওয়ার্দী উদ্যানে বাড়ছে নেতাকর্মীদের ভিড়
ছাত্রলীগকে ফার্স্ট টাইম ভোটারদের সংগঠিত করতে হবে: ওবায়দুল কাদের