Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত: চালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৩ ০৯:৩৮

ঝালকাঠি: ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের ১৭ জনের প্রাণহানির ঘটনায় পুলিশের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে ৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ মামলা করা হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

সোমবার (২৪ জুলাই) সকালে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত বা আহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় পুলিশের পক্ষ থেকে রোববার রাতে মামলা করা হয়েছে। মামলার বাদি হয়েছেন সদর থানার উপপরিদর্শক সুশংকর মল্লিক। এতে বাসচালক মোহন খান, সুপারভাইজার ফয়সাল ওরফে মিজান ও বাসচালকের সহকারী (হেলপার) আকাশ ওরফে বুলেটকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে নিহত ১৭ জনের পরিবারে চলছে শোকের মাতম। দুর্ঘটনার কারণ উদ্ঘটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামন শিবলিকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এ তদন্ত কমিটি ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

প্রসঙ্গত, গত শনিবার সকালে ‘বাশার স্মৃতি’ নামের যাত্রীবাহী একটি বাস ৬৫ থেকে ৭০ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি পুকুরে পড়ে যায় বাসটি। এতে ১৭ জন নিহত ও ৩৫ জন আহত হন। নিহতের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে।

সারাবাংলা/এমও

টপ নিউজ বাস দুর্ঘটনা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর