Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলেপল্লীতে ফিরেছে চাঞ্চল্য, দাম কমতে পারে ইলিশের

জি এম শান্ত, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৩ ০৮:৫২ | আপডেট: ২৪ জুলাই ২০২৩ ০৯:০২

বরিশাল: ৬৫ দিন পর শেষ হয়েছে (২৩ জুলাই মধ্যরাত) সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। ভোলা, বরগুনা ও পটুয়াখালী উপকূলীয় জেলেদের মধ্যে ফিরেছে স্বস্তি। খোশমেজাজে পুরোদমে মাছ আহরণে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন তারা। সবার মাঝেই বিরাজ করছে সাগরে যাওয়ার আনন্দ।

এর আগে, বঙ্গোপসাগরে মাছের প্রজনন মৌসুমের সুরক্ষায় গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। জেলেরা আশা করছেন, সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে মাছ। বাজারে ইলিশের দাম কমারও আশা করছেন তারা।

বিজ্ঞাপন

জানা গেছে, রোববার (২৩ জুলাই) মধ্যরাতেই সাগরে মাছ শিকারে যাচ্ছেন জেলেরা। এতদিন ঘাটে বেঁধে রাখা নৌকাগুলো মেরামত করছেন তারা। আবার কেউ কেউ জাল বোনার কাজে ব্যস্ত সময় পার করেছেন। প্রতিটি ঘাটেই সাগরে ও নদীতে নামার জন্য জেলেদের প্রস্তুতি চলছে। দীর্ঘ ২ মাস বেকার সময় কাটিয়ে নতুন উদ্যমে ইলিশ শিকার ও বিক্রিতে মেতে উঠবেন তারা। এতে এতদিন ধরে প্রাণহীন থাকা জেলে পল্লীগুলোতে আবার চাঞ্চল্য ফিরেছে।

জেলেরা জানান, আগে থেকেই জাল-নৌকাসহ ইলিশ ধরার অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। নিষেধাজ্ঞার আগে ঘূর্ণিঝড় মোখায় এমনিতেই জেলেদের দুর্দিন গেছে। তাই এ বছর জেলেদের খুবই মানবেতর দিন কেটেছে। দীর্ঘদিন পরে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলে পল্লীগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরেছে।

তারা আরও জানায়, এ মৌসুমে ইলিশ সংকট থাকায় জেলেদের দুর্দিন ছিল। স্থানীয় বাজাগুলোতেও চড়া দাম ছিল ইলিশের। সাগরে প্রচুর ইলিশ ধরা পরলে বাজারে ইলিশের দাম কমতে পারে বলেও আশা করছেন জেলেরা।

এদিকে বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র প্রস্তুত করছেন আড়তদারা। বরফ কলগুলোতেও উৎপাদন শুরু করে দিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ইলিশ জেলেপল্লী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর