Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কার কত ভোট আসুন প্রমাণ হয়ে যাক’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৩ ২৩:১৪

মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিএনপির উদ্দেশে বলেছেন, আসুন নির্বাচনের মাধ্যমে পরীক্ষা হয়ে যাক, কার কত শক্তি আছে, কার কত ভোট আছে। আসুন পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়ে যাক। তাহলে জানতে পারবেন দেশের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু।

রোববার (২৩ জুলাই) বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাহিদ মালেক বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘করোনার সময় কোথায় ছিলেন আপনারা? মানুষের কষ্টের সময়, দুর্যোগের সময়, আপনাদের জনগণ খুঁজে পায়নি। স্বাধীনতা যুদ্ধের সঙ্গে যারা বিরোধিতা করেছেন তাদের আপনারা এমপি-মন্ত্রী বানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা এ দেশের কখনো ভালো চাননি। এখন আপনারা হুমকি দেন আওয়ামী লীগের নেতাকর্মীদের তাড়িয়ে দেবেন। আওয়ামী লীগ কোনো ছোট দল বা সংগঠন নয়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা হিমালয় পর্বতের মত দাঁড়িয়ে আছেন।’

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী, সাবেক পৌর-মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদের সাহার, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআ/পিটিএম

জাহিদ মালেক স্বাস্থমন্ত্রী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর