Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রজ্ঞাপনের দাবিতে রোববার সারাদেশে বিক্ষোভ মিছিল


১২ মে ২০১৮ ১১:৫৮ | আপডেট: ১২ মে ২০১৮ ১৩:০৫

ফাইল ছবি

|| ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ||

ঢাবি : প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোটা নিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে আগামীকাল রোববার সকাল ১১ টায় সারাদেশে বিক্ষোভ মিছিল করবে কোটা সংস্কারের আন্দোলনকারীরা।

শনিবার (১২মে) সকাল সাড়ে ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণে’র আহ্বায়ক হাসান আাল মামুন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবিতে আগামীকাল রোববার সকাল ১১ টায় সারাদেশে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বিক্ষোভ মিছিল পালিত হবে। কর্মসূচির জন্য সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর বলেন, ‘রাষ্ট্রের প্রধান নির্বাহী ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী। তিনি কোটা বাতিল করে দিয়েছেন। কিন্তু তার নির্দেশনা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয় নি। গেজেট বাস্তবায়নে কমিটির দরকার হয় না। কিন্তু মন্ত্রণালয় কমিটি গঠনের নামে আমাদের সঙ্গে প্রহসন করছে। আমাদের দাবি মেনে না নেয়া হলে নিজেদের অধিকার আদায়ে আবারো আন্দোলনে নামবো আমরা।’

যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘রাষ্ট্রের প্রধান যদি কোন নির্দেশ দেন, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বাস্তবায়ন করবে। কিন্তু এখন পর্যন্ত কোটার বিষয়ে প্রধানমন্ত্রীর বাস্তবায়ন হয়নি। সচিবরা কমিটি গঠনের নামে ‘ডাবল গেম’ খেলছে। আমরা বার বার বলছি আন্দোলনে যাব। আসলে আমরা আমাদের দাবি দাওয়া মেনে নেয়ার ব্যাপারে সময় দিচ্ছি।’

সারাবাংলা/টিআর/এমআইএস

বিজ্ঞাপন

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

কোটা সংস্কার আন্দোলন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর