যুবলীগ নেতা অলিউল্লাহর হত্যাকারীরা শনাক্ত: ডিবি
২২ জুলাই ২০২৩ ১৬:৪২
ঢাকা: রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সবার নাম জানতে পেরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকারীরা শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শাজাহানপুরে যুবলীগ নেতাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের নাম পেয়েছি। এ ঘটনার সঙ্গে যারা সরাসরি জড়িত, যারা মোটরসাইকেলে এসে পাহারা দিয়েছে এবং যারা মেরে পালিয়েছে, তাদের নাম, নম্বর পেয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করব।’
যেহেতু টিপু হত্যাও একই এলাকায়, সেহেতু এই ঘটনার কোনো লিংক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘দুটি ঘটনাই শাহজাহানপুর এলাকায়। যাদের নাম পেয়েছি শিগগিরই গ্রেফতার করব। গ্রেফতারের পরে দেখব দুই ঘটনার মিল আছে কি না।’
পুরান ঢাকায় কারা তাহলে এখন আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অনেকেই তো গ্রেফতার আছে। তারা জেলখানায় রয়েছে। আমরা বুঝতে পারি জেলখানায় গিয়েও তারা শলাপরামর্শ করে। গ্রেফতারের পর রিমান্ডে এনে জিজ্ঞাসা করব, আন্ডারওয়ার্ল্ডের কারা কারা এই কাজগুলো করে।’
সারাবাংলা/ইউজে/এনএস