Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ সন্ত্রাসের পথে হাঁটছে: সালাম

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৩ ২০:০৪

ঢাকা: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ এই আন্দোলনকে নসাৎ করতে সরকার নানান ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। কোনো লাভ হচ্ছে না দেখে জনবিছিন্ন আওয়ামী লীগ এখন সন্ত্রাসের পথে হাঁটছে।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আয়োজিত এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আবদুস সালাম বলেন, ‘আজকে শুধু সংসদ নয়, সিটি করপোরেশনের মেয়রসহ যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, সবাই ভোট চুরি করে নির্বাচিত হয়েছেন। এই আওয়ামী লীগের শাসনামলে ইউপি নির্বাচনেও জোর করে দলীয় প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে। এসব জনপ্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, বিধায় দেশ ও জাতির প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। যে কারণে, ডেঙ্গুতে মানুষ মরছে আর মেয়র সপরিবারে বিদেশ ভ্রমণ করছেন।’

তিনি বলেন, ‘লক্ষ্মীপুরে হত্যা করা হলো বিএনপি কর্মীকে। অথচ মামলা দেওয়া হলো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। মিরপুর, কুমিল্লা, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে হামলা করল সরকার দলীয় সন্ত্রাসীরা। অথচ মামলা হলো বিএনপি নেতাকর্মীদের নামে। সরকার অত্যাচারের শেষ সীমানায় চলে গেছে। এবার প্রতিবাদ নয়, জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম-আহ্বায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, আ ন ম সাইফুল ইসলাম ও মনির চেয়ারম্যান প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনএস

আওয়ামী লীগ আবদুস সালাম বিএনপি

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর