বসুন্ধরা ও বাড্ডা বাজার: মুরগি-মরিচের দাম কম, মাছে আগুন
২১ জুলাই ২০২৩ ১৭:০৮ | আপডেট: ২১ জুলাই ২০২৩ ২০:২৬
ঢাকা: সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে ১৯০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা। অপরদিকে গত সপ্তাহে কাঁচা মরিচ ৪০০ টাকার বেশি কেজি বিক্রি হলেও যা এখন বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি। তবে দাম বেড়েছে মাছের।
শুক্রবার (২১ জুলাই) রাজধানীর বসুন্ধরা কাঁচা বাজার এবং বাড্ডা কাঁচাবাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়, সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকা, লেয়ার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৮০ টাকা, কক (লাল) মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়।
মুরগির দাম কমার বিষয়ে বসুন্ধরা কাঁচা বাজারের পাইকারি মুরগি বিক্রেতা ফাইজান বলেন, ‘বাজারে মুরগির দাম কিছুটা কমেছে। কারণ পাইকারি মোকামে মুরগির বাজার চাহিদা কিছুটা কমায় দাম কমেছে। তবে চাহিদা বাড়লে দাম বাড়তে পারে।’
এদিকে বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে কাঁচা মরিচের কেজি ছিল ৪০০ টাকার উপরে। যা আজকে বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। যদিও গত কয়েক সপ্তাহ ধরে সবজির বাজারে আলোচনার তুঙ্গে ছিল মরিচ। তবে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় দাম কমতে শুরু করেছে বলে জানাচ্ছে ব্যবসায়ীরা।
কাঁচা মরিচ কিনতে আসা সুমনা বলেন, ‘গত সপ্তাহেও কাঁচা মরিচের দাম ছিল আকাশছোঁয়া। কিন্তু এই সপ্তাহে কেজিতে প্রায় ১০০ টাকার মতো দাম কমেছে। যদিও ইদের আগের সপ্তাহ থেকে কাঁচা মরিচের দাম বাড়তি ছিল। এখন যদিও তিনশ টাকার ওপরে দাম তবে আমরা চাই দাম আরও কমলে ভালো হয়। ইদের আগে ১০০ টাকার মধ্যে ছিল কাঁচা মরিচ। আমাদের বাজার আরও মনিটরিং করা প্রয়োজন। তাহলে আশা করি বাজারে অস্থিরতা থাকবে না।’
এদিকে মাছ বাজারে ঘুরে দেখা গেছে দাম বেশ চড়া। সব মাছের দাম কেজিতে ১২০-২০০ টাকা অবধি বেড়েছে। তেলাপিয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৬০০-৮০০ আকারভেদে। রুই মাছ ৪০০থেকে ৪৫০ টাকা, চাষের কই ৪৫০ থেকে ৬৫০ টাকা, বোয়াল ৭৫০ থেকে ৯২০ টাকা, টেংরা ৫৫০,পাঙাশ মাছ ৪৮০ থেকে ৫৬০ টাকা, শিং মাছ কেজি ৬৫০ থেকে ৮০০ টাকা, কাতল ৩৫০ থেকে ৫৫০ টাকা, ইলিশ মাছ ১৭০০-২০০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।
বাড্ডা মাছ বাজারের মাছ বিক্রেতা অসীম বলেন, ‘মাছের বাজার বেশ চড়া। সকালে কারওয়ানবাজারে গিয়ে মাছ কিনতে পারিনি। সব মাছের দাম চড়া। বাজারে মাছও কম। এখন বাধ্য হয়ে বেশি দামে কিনতে হয়েছে। আমাদের ক্রেতাদের কাছে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। সুতরাং আমরাও নিরুপায়।’
এদিকে সবজির বাজার ঘুরে দেখা গিয়েছে অপরিবর্তিত রয়েছে সবজির বাজার। বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পেঁপে ৬০ টাকা, করলা ৭৫ টাকা,বরবটি বিক্রি হচ্ছে কেজি ৬৫ টাকা, প্রতি কেজি পটল ৭০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ঝিঙে ৭০ টাকা, টমেটো কেজি ৭০ টাকা, মুলা ৫০ টাকা, শসা ৭০ টাকা, মিষ্টি কুমড়া (পিস) ৫০ টাকা, গাজর প্রতি কেজি ১২০ টাকা, কচুর লতি ৭০ টাকা বিক্রি হচ্ছে।
সারাবাংলা/এসজে/একে