খাঁচাবন্দি ২৬ সাপ পেল মুক্ত আবাস
২০ জুলাই ২০২৩ ২৩:৪৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে ২৬ অজগর সাপকে বনে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে খাঁচায় জন্ম নেওয়া ১৬টি সাপ আছে। আর ১০টি সাপকে আহত অবস্থায় উদ্ধারের পর শুশ্রূষা দিয়ে সুস্থ করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে সাপগুলোকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়। ৭ হাজার ৭৬৪ হেক্টরের এ অভয়ারণ্য আরও অনেক প্রজাতির প্রাণী, পাখি, সরীসৃপের আবাস। সর্বশেষ চিড়িয়াখানার ২৬ অজগর সাপ এ অভয়ারণ্যে পেল তাদের মুক্ত আবাস।
লোহাগাড়া উপজেলা নির্বাচনি কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্লাহ, চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ, চুনতি অভয়ারণ্যের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান, সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম জুলকারনাইম এবং বন বিভাগের রেঞ্জার মাহমুদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
প্রাণী চিকিৎসক শাহাদাত হোসেন শুভ সারাবাংলাকে বলেন, ‘গত জুনে কৃত্রিম পদ্ধতিতে আমাদের চিড়িয়াখানায় ১৬টি অজগর বাচ্চার জন্ম দিতে আমরা সক্ষম হই। ১৫ দিন পর বাচ্চাগুলো চামড়া বদল করে। আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর আমরা যখন নিশ্চিত হয়েছি যে, সেগুলো মুক্ত পরিবেশে খাপ খাইয়ে নিতে পারবে, তখন সেগুলোকে অবমুক্ত করে দিয়েছি।’
বাকি ১০টি সাপের বিষয়ে তিনি বলেন, ‘বিভিন্ন এলাকায় লোকালয়ে খাবারের খোঁজে বনজঙ্গল থেকে অজগর চলে আসে। লোকজন আতঙ্ক থেকে সেগুলোকে আঘাত করে। পাচারকারীদের কাছ থেকেও বিভিন্ন সময় সাপ উদ্ধার হয়। আমরা তিন থেকে ১৫ বছর বয়সী এ ধরনের ১০টি সাপকে চিড়িয়াখানায় রেখে সুস্থ করেছি। সেগুলোকেও অবমুক্ত করা হয়েছে।’
২০১৯ সালে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগরের দেওয়া ডিম ইনকিউবেটরে সংরক্ষণ করে অজগর ছানা প্রজনন শুরু হয়। প্রথমবার ২৫টি, ২০২১ সালে ২৮টি এবং ২০২২ সালে ১১টিসহ মোট ৬৪টি অজগরের বাচ্চা ফুটানো হয়, যা তিন দফায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
এ বছর ১৬টিসহ চার বছরে মোট ৮০টি কৃত্রিম উপায়ে জন্ম নেওয়া অজগর বনে অবমুক্ত করা হয়েছে, যা বাংলাদেশে প্রথম বলে জানান চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ।
সারাবাংলা/আরডি/পিটিএম