Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে মোকাবিলায় প্রস্তুত আছি : নওফেল

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৩ ২৩:৩২

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে বিএনপির পদযাত্রা শেষে হামলায় ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় পরিদর্শন করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় তিনি বলেন, ‘বিএনপির সন্ত্রাস মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।’

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে নগরীর দামপাড়ায় আওয়ামী লীগ প্রার্থী মো.মহিউদ্দিন বাচ্চু’র প্রধান নির্বাচনী কার্যালয়ে যান উপমন্ত্রী নওফেল।

বিজ্ঞাপন

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল এসময় বলেন, ‘বিএনপি দেশীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন। সুযোগ পেলেই তারা নাশকতা করে। আমরা দেখতে পাচ্ছি, বিএনপি কিছুদিন ধরে দেশব্যাপী নাশকতা করছে।’

‘তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে বিএনপি আবারো ২০১৪ সালের মতো আগুন সন্ত্রাস করতে চায়। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই, বিএনপির এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম সাধারণ জণগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করতে আমরা রাজপথে প্রস্তুত আছি।’

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নগর সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, নঈম উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনী, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম, আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, নগর যুবলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার, সুরঞ্জিত বড়ুয়া লাভু, আসাব রসুল জাহেদ, গাজী জাফর উল্লাহ, আসিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম নোভেল, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এবং বর্তমান সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বুধবার (১৯ জুলাই) বিকেলে বিএনপি চট্টগ্রাম নগরীতে কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন করে। পদযাত্রা শেষে ফেরার পথে বিএনপির একদল নেতাকর্মী নগরীর দামপাড়ায় চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু’র প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা করে। এসময় প্রচারণার গাড়িসহ রাস্তায় চলাচলরত বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি নগরীর কোতোয়ালী থানার নুর আহমদ সড়কে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করে।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম নওফেল বিএনপি রাজনীতি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর