Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিরো আলমের ওপর হামলা: মূল হোতাসহ ২ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৩ ২২:৫৪

ঢাকা: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মূল হোতা মানিক গাজী ও আল আমিনের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এই আগে, মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক নুর উদ্দিন আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই রিমান্ডের আদেশ দেন।

গত ১৮ জুলাই এ মামলায় ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর ৫ আসামি মাহমুদুল হাসান মেহেদী, মোজাহিদ খান, আশিক সরকার, হৃদয় শেখ ও সোহেল মোল্লার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১৮ জুলাই তার ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/পিটিএম

আসামি রিমান্ড হিরো আলম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর