Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরাসরি অ্যাকশনে নামব— বিএনপিকে নাছির

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৩ ২২:০৬

চট্টগ্রাম ব্যুরো : নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলার প্রতিবাদ সমাবেশে বিএনপিকে হুঁশিয়ার করে দিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘এরপর আমরা আর কোনো প্রতিবাদ সভা করবো না, সরাসরি অ্যাকশনে নামব।’

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে নগরীর লালদিঘীতে জেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় বিএনপি ও তার মিত্ররা এই উদারতাকে দুর্বলতা ভাবছেন। তারা নাশকতা ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছেন।’

‘আমাদের নির্বাচনী কার্যালয়ে পরিকল্পিতভাবে হামলা করেছে। সেখানে প্রচারণার কাজে নিয়োজিত কিছু কর্মী ও নারী কর্মীরা ছিলেন। মহিলাদের যারা আঘাত করে, তারা মানুষ নয়। বিএনপির এই রূপ আমরা অতীতেও দেখেছি, তাদের পূর্বপুরুষরা একাত্তরে নারীদের ওপর হামলা করেছিল।’

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, যদি পরিবর্তন না হয়ে এসব করতে থাকেন, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির কুমতলবে আপনাদের আর কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। আমরা আর প্রতিবাদ সভা করব না, এবার সরাসরি অ্যাকশনে নামব।’

‘আগেও দেখেছি, আপনারা রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও-পোড়াও করেছেন। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছেন। সরকারি সম্পদ ধ্বংস করেছেন এবং দেশকে অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য বহুমুখী ষড়যন্ত্র করেছেন। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হয়নি এবং এবারও হবে না। আপনাদের পরিকল্পিত ফাঁদে আমরা পা দেব না। এটা আপনাদের ভুল ধারণা যে, বাইরে থেকে কেউ এসে আপনাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে।’

বিজ্ঞাপন

আ জ ম নাছির আরও বলেন, ‘বিএনপি আগুন নিয়ে খেলা শুরু করেছে। তাদের জানা উচিৎ, এই আগুনে তাদের নিজেদের হাতই পুড়বে, এটাই ইতিহাসের শিক্ষা। এতদিন তো আপনারা (বিএনপি) গর্তে ছিলেন। কার্যালয়ে মাছি উড়ত। এখন রাজনৈতিক দল হিসেবে কর্মসূচি করতে দিয়েছে, তাতেই আপনারা বিরাট শক্তিশালী হয়ে গেছেন? আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। আপনাদের ষড়যন্ত্র এদেশে বাস্তবায়ন হবে না।’

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘যারা হামলা করেছে, তারা এদেশে কয়েকবার রাষ্ট্রক্ষমতায় ছিল। কিন্তু তারা এখন গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রক্ষমতায় যেতে আগ্রহী নয়, ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে ফায়দা হাসিল করতে চায়। এজন্য তারা জেলায় জেলায় সন্ত্রাস-সহিংসতার পথ বেছে নিয়েছে। তাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ রাজপথে গড়ে উঠা দল, এদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগ একটি সাজানো বাগান, যদি আওয়ামী লীগ মনে করে এই বাগানে শুধু রক্তগোলাপ ফুটবে, তাহলে রক্তগোলাপই ফুটবে।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আমি ছোট মানুষ, হুঁশিয়ার করে দিতে চাই, আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী বলে আপনাদের অনেক কিছুতেই আমরা নীরব থাকি। তাই বলে আমাদের দুর্বল ভাবলে ভুল করবেন।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য নোমান আল মাহমুদ, নগর কমিটির সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী ও ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনী, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বুধবার (১৯ জুলাই) বিকেলে বিএনপি চট্টগ্রাম নগরীতে কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন করে। পদযাত্রা শেষে ফেরার পথে বিএনপির একদল নেতাকর্মী নগরীর দামপাড়ায় চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু’র প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা করে। এ সময় প্রচারণার গাড়িসহ রাস্তায় চলাচলরত বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি নগরীর কোতোয়ালী থানার নুর আহমদ সড়কে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করে।

সারাবাংলা/আরডি/একে

আ জ ম নাছির বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর