Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত বাস থেকে পড়ে হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৩ ১৮:২৫

নরসিংদী: জেলার শিবপুর উপজেলায় মিতালী পরিবহনের একটি চলন্ত বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে বাসটির হেলপার নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে উপজেলার কারার চর এলাকায় মদিনা জুটমিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কবির হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের যাত্রীবাহী বাসটি সিলেট যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারার চর এলাকায় মদিনা জুটমিলের সামনে পৌঁছালে হঠাৎ করে চলন্ত বাস থেকে ছিটকে পড়েন কর্মরত হেলপার। এসময় বাসটির চালক ও যাত্রীরা নেমে চাকার নিচে পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু হয়েছে দেখতে পান। এরপর চালক পালিয়ে যায় ও যাত্রীরা বিকল্প পরিবহনে চলে যান। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম ঠিকানা জানতে পারেনি পুলিশ।

এসআই কবির হোসেন ভুঁইয়া বলেন, হেলপারের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালকসহ নিহত হেলপারের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএম/এনএস

নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর