বিদ্যুৎ বিল ও ডিমান্ড চার্জ বাড়িয়েছে দক্ষিণ সিটি করপোরেশন
স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৩ ১৮:০৮ | আপডেট: ২০ জুলাই ২০২৩ ১৮:১০
২০ জুলাই ২০২৩ ১৮:০৮ | আপডেট: ২০ জুলাই ২০২৩ ১৮:১০
ঢাকা: বিদ্যুৎ বিল ও ডিমান্ড চার্জ বাড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নিজেদের নিয়ন্ত্রণাধীন ভাড়া কিংবা ইজারায় পরিচালিত স্থাপনাগুলোকে এই বাড়তি বিল পরিশোধ করতে হবে।
বৃহস্পতিবার (২০ জুলাই) করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
নতুন চার্জ চলতি বছরের মার্চ থেকে কার্যকর দেখানো হয়েছে। এখন থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দিতে হবে ১৭ টাকা ৬৬ পয়সা যা আগে ছিল ১৫ টাকা ৩৬ পয়সা। এ ছাড়া মিটারের ডিমান্ড চার্জ মাসিক ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন বিদ্যুতের নতুন ট্যারিফ নির্ধারণ করেছে। সে অনুযায়ী নতুন করে বিদ্যুৎ বিল ও ডিমান্ড চার্জ নির্ধারণ করল দক্ষিণ সিটি করপোরেশন।
সারাবাংলা/আরএফ/একে