Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিরো আলমের ওপর হামলা, গ্রেফতার আরও ২

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৩ ১৭:৫৩

ঢাকা: স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন— মো. মানিক (২২) ও আল আমিন (২৫)।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগে সাতজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে দু’জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে মানিক ও আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। আরও বেশ কয়েকজনকে খুঁজছে পুলিশ। তাদেরও গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে জাতীয় সংসদ উপ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠানের শেষ দিকে বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে হিরো আলমের ওপর নৌকার ব্যাজ পরিহিত একদল যুবক হামলা করে। এ ঘটনায় যুক্তরাস্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, ইউরোপীয় ইউনিয়নসহ ১২টি দেশ এবং জাতিসংঘ বাংলাদেশ কার্যালয় থেকে উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেছেন।

সারাবাংলা/ইউজে/এনএস

হিরো আলম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর