Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৩ ১৬:৪৮

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় হান্নান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছে তার মেয়ে মিম আক্তার (১২)।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে পথচারী মোমেনা বেগম জানান, মাতুয়াইল ইউটার্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে একটি মেয়েকে পড়ে আছে। পরে অনান্য পথচারীদের সহায়তায় মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে মেয়েটির বাবা ঘটনাস্থলেই মারা গেছেন।

সাদ্দাম হোসেন নামে আহত মিমের এক আত্মীয় জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার তুষারধারা আবাসিক এলাকায়। মিম স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেনীতে পড়ে। ঘটনার সময় হান্নান মোটরসাইকেলের পেছনে মেয়ে মিমকে নিয়ে যাওয়ার সময় মাতুয়াইল ইউটার্ন এলাকায় অজ্ঞাত যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান হান্নান।

যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান বলেন, জানতে পেরেছি মাতুয়াইল এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল চালক মারা গেছেন এবং এক কিশোরী আহত হয়েছে। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর