কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, রাজনীতিবিদসহ নিহত ৬
২০ জুলাই ২০২৩ ১২:৪২ | আপডেট: ২০ জুলাই ২০২৩ ১৪:৩৬
ঢাকা: মধ্য কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ রাজনীতিবিদসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৯ জুলাই) এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পাঁচ রাজনীতিবিদই সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট আলভারো উরিবের সেন্ট্রো ডেমোক্রেটিকোর সদস্য এবং একজন বিমানটির পাইলট ছিলেন।
সেন্ট্রো ডেমোক্রেটিকো দলটি এক টুইটার বার্তায় বিমান দুর্ঘটনায় সাবেক সিনেটর নোহোরা টোভার, বিভাগীয় আইনপ্রণেতা ডিমাস ব্যারেরো, উদীয়মান গভর্নর এলিওডোরো আলভারেজ এবং ভিলাভিসেনসিও পৌর কাউন্সিলর অস্কার রদ্রিগেজের মৃ্ত্যু নিশ্চিত করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পার্টিতে অংশগ্রহণের জন্য বিমানের যাত্রীরা ভিলাভিসেনসিও থেকে বোগোটা যাচ্ছিলেন। তবে কী কারণে বিমান বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
এদিকে দেশটির বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বিমান দুর্ঘটনার ঘটনায় একটি টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন।
সারাবাংলা/ইআ