Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খোলা থাকছে প্রাথমিক বিদ্যালয়ও

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৩ ০০:০৩

ফাইল ছবি

ঢাকা: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মুহূর্তে বন্ধ রাখার কোনো পরিকল্পনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নেই। ঘূর্ণিঝড় মোখা, বন্যা ও তীব্র গরমে কয়েকবার বন্ধ রাখায় যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা দূর করতে নিরবচ্ছিন্ন পাঠদানের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের সই করা করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঘূর্ণিঝড় মোখা, বন্যা ও তীব্র দাবদাহের কারণে ইতোমধ্যে একাধিকবার বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা দূর করতে নিরবচ্ছিন্ন পাঠদান জরুরি। তাই এই মুহূর্তে স্কুল বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই। পরবর্তীতে এ ধরনের কোনো সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

সারাবাংলা/এসবি/পিটিএম

খোলা প্রাথমিক বিদ্যালয়

বিজ্ঞাপন

বিয়ে করেছেন তমালিকা
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

নির্যাতন ও নারীর লড়াই
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর