Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুতা তুলতে নেমে কর্ণফুলীতে তলিয়ে গেল কলেজ ছাত্র

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৩ ২২:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে এক কলেজ ছাত্র। পুলিশ জানিয়েছে, নদীতে পড়ে যাওয়া পরনের জুতা তুলতে গিয়ে ওই তরুণ তলিয়ে যায়।

বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বোয়ালখালী উপজেলার কালুরঘাট সেতুর নিচে কর্ণফুলী নদীর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

নদীতে নিখোঁজ জিয়াউদ্দিন মিনহাজ (২০) বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ওয়ার্ডের মাহাবুবুর রহমানের ছেলে। মিনহাজ বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন সুমন সারাবাংলাকে জানান, বিকেলে কয়েকজন বন্ধুসহ মিনহাজ কর্ণফুলী নদীর পাড়ে বেড়াতে গিয়েছিলেন। তীরে হাঁটার সময় তার পরনের একটি জুতা নদীতে পড়ে যায়। সেই জুতা তোলার জন্য মিনহাজ নদীতে ঝাঁপ দিলে পানির স্রোতে তলিয়ে যায়। এ সময় দুই বন্ধু তাকে উদ্ধারের জন্য নদীতে নামলেও ব্যর্থ হয়ে ফিরে আসে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইদুর রহমান জানান, তাদের ডুবুরি দল ঘটনাস্থলে গেছে। দ্রুততম সময়ের মধ্যে নিখোঁজ তরুণকে উদ্ধারে কার্যক্রম শুরু হবে।

সারাবাংলা/আরডি/পিটিএম

কর্ণফুলী জুতা