Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোণা-৪ উপনির্বাচনে নৌকা প্রত্যাশী ৯ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৩ ১৯:৪০

ঢাকা: নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশায় ৯ জন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (১৯ জুলাই) ও গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই ফরম সংগ্রহ করা ও জমা দেওয়া হয়।

আওয়ামী লীগের দফতর সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, আগামী শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করা ৯ জন হলেন— আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শফী আহমেদ, শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সাবেক সদস্য মমতাজ হুসেন চৌধুরী, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, মদন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি উপ-কমিটির সাবেক সদস্য গোলাম বাকী চৌধুরী, শ্রম ও জনশক্তি উপ-কমিটির সাবেক সদস্য এম মনজুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য আলী আতহার খান ও আওয়ামী লীগের ধর্ম উপ-কমিটির সাবেক সদস্য রোমান মিয়া।

এর আগে, গত শনিবার (১৬ জুলাই) শূন্য ঘোষিত আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী এ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই, আপিল ২৬ থেকে ২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯-৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট। আর ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১১ জুলাই নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) বেগম রেবেকা মমিন মারা যান। তার মৃত্যুতে গত ১৫ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

সারাবাংলা/এনআর/এনএস

উপনির্বাচন নেত্রকোণা-৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর