‘নির্বাচনের আগে এমপিওভুক্ত স্কুল জাতীয়করণের সুযোগ নেই’
১৯ জুলাই ২০২৩ ১৮:৫৭ | আপডেট: ১৯ জুলাই ২০২৩ ২১:৪৮
ঢাকা: নির্বাচনের আগে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, এটি একটি জটিল প্রক্রিয়া। পুঙ্খানুপুঙ্খ বিচার না করে এটি করা সম্ভব নয়। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থায় এত বিরাট আর্থিক বোঝা নেওয়ার সক্ষমতা সরকারের নেই। সেজন্য শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন না করে আন্দোলনরত শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার (১৯ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিষয়টি নিরসনে দুটি কমিটি করে দেওয়া হলো। একটি কমিটি যেসব প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি তুলেছে, তাদের মূল উদ্দেশ্য অর্থাৎ শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও বৈষম্য দূর করার বিষয় নিয়ে গবেষণা করবেন। অন্য কমিটি আর্থিক বিষয়টি দেখবেন। আর্থিক বিষয়ের মধ্যে শিক্ষক নিয়োগ, বেতন, প্রশিক্ষণ, বিনামূল্যে বই বিতরণ, অবকাঠামো উন্নয়ন, উপবৃত্তি ইত্যাদি নানা বিষয় জড়িত। তাই প্রতিষ্ঠান জাতীয়করণের সক্ষমতা আছে কিনা সেটি নিয়েও গবেষণা প্রয়োজন।’
দীপু মনি বলেন, ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা একমুখী নয়। এখানে বহুরকম শিক্ষাপ্রতিষ্ঠান আছে। বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম; এ ছাড়া মাদরাসা শিক্ষারও রয়েছে নানা ভাগ। তাই জাতীয়করণের নানান ধাপ রয়েছে। এর সঙ্গে জড়িত চাকরির নিয়োগের শর্ত, যোগ্যতা, ক্যাডার, নন-ক্যাডার, ইত্যাদি নানা জটিল বিষয়। তাই চাইলেই হুট করে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়। এদের সবাইকে এক জায়গায় আনার প্রক্রিয়া চাইলেই সম্ভব না।’
তিনি বলেন, ‘আন্দোলনরত শিক্ষকরা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের একাংশ। শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের জায়গা শ্রেণিকক্ষে। রাস্তায় আন্দোলন গ্রহণযোগ্য নয়। শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নে শেখ হাসিনা সরকার যা করার করছে। আমরা শিক্ষাবান্ধব সরকার। আন্দোলন করে কোনোকিছু আদায় করার দরকার হয়নি, প্রয়োজনও নেই। শিক্ষা, শিক্ষার্থী ও শিক্ষকদের উন্নয়নে সুদূরপ্রসারী ও কল্যাণমূলক কাজ করছে সরকার।’
মন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনের আগে নানারকম আন্দোলন শুরু হয়। যেকোনো আন্দোলনকে বিপথে নিতে চক্রান্ত করছে নানা পক্ষ। আন্দোলনের মধ্যে অনেকের অনুপ্রবেশ ঘটে। আন্দোলনরত শিক্ষকদের মধ্য থেকেও পুলিশের উপর ঢিল ছোঁড়া হয়। তাই শিক্ষকদের আন্দোলনে কোনো মহলের অনুপ্রবেশ উড়িয়ে দেওয়া যায় না।’
এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘আমি আশা করি শিক্ষার্থীদের জিম্মি করে তারা আন্দোলন করবেন না। তাদের আন্দোলনে কোনো অনুপ্রবেশকারীদের সুযোগ নিতে দেবেন না। আমি বিশ্বাস করি, শিক্ষকরা নিজেদের ও তাদের সহকর্মীদের নিরাপত্তার স্বার্থে, শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থে শ্রেণিকক্ষে ফিরে যাবেন। আমরা আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে চাই না।’
তিনি বলেন, ‘শিক্ষকরাও নিয়মের বাইরে নন। শিক্ষাপ্রতিষ্ঠান যারা চালান সেই কমিটিও একটি নিয়মের মধ্যে চলে। তাই আমি আশা করি, তারা নিয়ম ভাঙবেন না। কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আশা করি, আমার কোনো শিক্ষক রাস্তায় থাকবেন না, তারা শ্রেণিকক্ষে ফিরে যাবেন।’
এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা শিক্ষার সিনিয়র সচিব, মাউসি ও মাদসার ডিজি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
শিক্ষামন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, আন্দোলন চলবে
শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল
সারাবাংলা/আরএফ/পিটিএম