Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিবাগে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৩ ২২:৫৩

ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনে কাটা পড়ে মাহিম (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মালিবাগ রেলগেটে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসাইন জানান, সন্ধ্যার দিকে ওই কিশোর মালিবাগ রেলগেটে পায়ে হেঁটে রেললাইন পার হচ্ছিল। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পরে গুরুতর আহত হয় সে। খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

এসআই আরও জানান, ঘটনার সময় সেখানে থাকা অনেকেই তাকে পেছন থেকে ডাকাডাকি করে। কিন্তু সে ডাক না শুনে রেললাইন অতিক্রম করছিল।

মৃত মাহিমের মামা জাকির হোসেন মুঠোফোনে জানান, মাহিমের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামে। বাবার নাম নাসির উদ্দিন। সে গ্রামেই থাকতো। এবং ভান্ডারিয়া এলাকার একটি স্কুল থেকে এসেসসি পরীক্ষা দিয়েছে।

জাকির হোসেন বলেন, ‘১৫দিন আগে গ্রাম থেকে মুগদা মানিকনগর আমার বাসায় বেড়াতে আসে মাহিম। বিকেলে বাসা থেকে বের হয়ে মালিবাগ যাওয়ার কথা ছিল। সন্ধ্যার দিকে পুলিশের মাধ্যমে জানতে পারি মাহিম মালিবাগ রেলগেটে ট্রেনে কাটা পড়ে ঢাকা মেডিকেলে মারা গেছে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ট্রেনে কাটা শিক্ষার্থী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর