সরকার ‘বদলাতে’ পদযাত্রায় গণতন্ত্র মঞ্চের নেতারা
১৮ জুলাই ২০২৩ ১৪:৩৩ | আপডেট: ১৮ জুলাই ২০২৩ ১৪:৪৮
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে মিরপুরে পদযাত্রা করেছে গণতন্ত্র মঞ্চ।
কর্মসূচিতে অংশ নেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ‘সরকারের কোনো মিথ্যা কথায় আমরা আর ভুলছি না। আমরা আমাদের লড়াই চালাবো। আমাদের একটাই কথা, একটাই দাবি এই সরকার বদলাতে হবে।’
মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১২টার থেকে মিরপুর ১২ নাম্বার বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু হয়। এটি শেষ হয়ে ১০ নম্বারের গোল চত্বরে গিয়ে।
সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করতে চাই। আমাদের বাধা দিলে এর দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকারের সময় শেষ হয়ে গেছে। ক্ষমতায় টিকে থাকার যতই ফন্দি আটুক না কেন কাজ হবে না। সরকারকে বিদায় নিতেই হবে।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকারের কোনো মিথ্যা কথায় আমরা আর ভুলছি না। আমরা আমাদের লড়াই চালাবো। একটাই কথা, এই সরকার বদলাতে হবে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সরকার দিনের বেলায় ভোট ডাকাতির নির্বাচন করার ফন্দি আঁটেছে। তার একটা রিহার্সেল আমরা গতকাল দেখলাম রাজধানীর ১৭ আসনের উপনির্বাচনে। যে নির্বাচনের কোনো তাৎপর্য নাই, যে নির্বাচনে কোনো বিরোধী দল নাই। সেই নির্বাচনে তাদের ভোট কাটতে হয়। আওয়ামী লীগের দেউলিয়াপনা এই জায়গায় এসে ঠেকেছে।’
সারাবাংলা/এএইচএইচ/এমও