Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৩ ১২:৩৭

জয়পুরহাট: জয়পুরহাটে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের লিডারসহ তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ ক্যাম্পের সদস্যরা। জয়পুরহাট শহরের বিশ্বাস পাড়া বান্দা বটতলা এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম।

আটক কিশোর গ্যাংয়ের লিডার হলেন- জয়পুরহাট সদর উপজেলার হালট্রি মধ্যপাড়া গ্রামের গোলাম মর্তুজা (২৯)। আর সদস্য একই গ্রামের আতাউর রহমান ছেলে আব্দুস সালাম ফয়সাল (১৬) ও মোতাহার আলীর ছেলে মোরসালিন হোসেন (১৬)।

ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, তারা জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপসহ সবকিছু ছিনিয়ে নিতো। সোমবার বিকেলে অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

সারাবাংলা/এমও

কিশোর গ্যাং ছিনতাই র‌্যাব-৫

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর