Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৭ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-শাশুড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৩ ১০:৫৫ | আপডেট: ১৮ জুলাই ২০২৩ ১০:৫৬

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে নিখোঁজের ৭দিন পর মাটি চাপা অবস্থায় মানসুরা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী আশরাফ ও শাশুড়ি সেলিনাকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে উপজেলা বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক তৈয়ব জানান, লাশের গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। তিন বছর আগে তাদের বিয়ে হয়। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল।

পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো জানিয়ে ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে সাতদিন আগে হত্যার পর বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে।’

সারাবাংলা/এমও

লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর