Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলের ৬ ইউনিয়নে চলছে ভোট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৩ ১৫:৫৫

টাঙ্গাইল: উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৪টি এবং কালিহাতী উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (১৭ জুলাই) সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতো নারী ও পুরুষ ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়তে থাকে। ব্যালট পেপারে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে শেষ করার লক্ষে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়। এছাড়াও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।

সখীপুর উপজেলার ৪টি ইউনিয়ন হচ্ছে- কালিয়া, বড়চওনা, হাতিবান্ধা ও হতেয়া-রাজাবাড়ি। আর কালিহাতী উপজেলার দু’টি ইউনিয়ন হচ্ছে বীরবাসিন্দা ও পারখী।

৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন ১ লাখ ৯ হাজার ১৫৮ জন। ভোট কেন্দ্র রয়েছে ৫৫টি।

সারাবাংলা/এমও

৬ ইউনিয়ন টাঙ্গাইল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর