Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঢাকা-১৭ আসনে তামাশার নির্বাচন চলছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৩ ১৩:৫০

ঢাকা: ঢাকা-১৭ আসনে ‘তামাশার নির্বাচন’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।

সোমবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। একদফা দাবিতে কৃষক শ্রমিক মেহনতি মানুষের পদযাত্রায় হামলার প্রতিবাদে এ অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়।

আহমেদ আজম খান বলেন, ‘‘ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলছেন— ‘ভোট দিলেও আমি এমপি, না দিলেও এমপি।’ জনগণ এ ধরনের তামাশার নির্বাচন চায় না। তারা নিজেরা ভোট দিয়ে পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করতে চায়। এজন্য বিএনপি আন্দোলন করছে।’’

তিনি বলেন, ‘এই সরকার আবারও একটি তামাশার নির্বাচন করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। সরকারকে বলব- মানে মানে পদত্যাগ করুন। নইলে আন্দোলনের জোয়ারে আপনারা ভেসে যাবেন, পালাবার পথ খুঁজে পাবেন না। কারণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জনগণের পাশাপাশি সকল রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ। গণতান্ত্রিক বিশ্বও বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’

এনডিপির চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘সময় বেশি নেই। অতি দ্রুত পদত্যাগ করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। নইলে জনগণ আপনাদের পদত্যাগে বাধ্য করবে।’

আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) সাদ্দাম হোসেন, জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের আনম খলিলুর রহমান, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো. ফারুক পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন সিরাজীসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

টপ নিউজ ঢাকা-১৭ আসন তামাশার নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর