Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৩ ১১:৫০

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আদনান সাঈদ রাকিব (১৮) এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

রোববার রাত সোয়া ১০টার দিকে ধানমন্ডি শেখ রাসেল মাঠের পূর্ব পাশের ফুটপাতে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার (১৭ জুলাই) সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ মযনাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, রাতে আদনানসহ তার এক বন্ধু শেখ রাসেল মাঠের পাশে চা পান করতে যায়। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাদের ধরে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা আদনানের গলার পাশে ছুরিকাঘাত করে। তখন তার সঙ্গে থাকা বন্ধু দৌঁড়ে পালিয়ে যায় এবং ছিনতাইকারীরাও পালিয়ে যায়। পরে পথচারীরা ওই শিক্ষার্থীকে দ্রুত আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে গেলে মারা যায় সে।

এসআই আরও জানান, আদনানের বাবা নুরনবী জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি করেন। তাদের বাসা গ্রিনরোডে সরকারি স্টাফ কোয়ার্টারে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত ঘটনা তদন্তে পুলিশ মাঠে কাজ করছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএসআর/এমও

ছিনতাইকারী ছুরিকাঘাত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর