শাহজালাল বিমানবন্দরে ৩০ কোটি টাকার সোনা জব্দ
স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৩ ০৯:৪৩ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ ১৩:৩১
১৭ জুলাই ২০২৩ ০৯:৪৩ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ ১৩:৩১
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় প্রায় ৩০ কোটি টাকার সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
সোমবার (১৭ জুলাই) সকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের উপ কমিশনার (প্রিভেনটিভ) মোকাদ্দিস হোসেন।
তিনি জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ই কে-৫৮৪ ফ্লাইটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিমানের ১১টি আসনের নিচ থেকে ৯৮টি ডিম্বাক্তির সোনার পেস্ট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সোনার পেস্টের ওজন প্রায় ২৬ কেজি। যার বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। তবে উদ্ধার হওয়া সোনা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।
সারাবাংলা/এসজে/এমও