Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোগী আরও বাড়লে সংকটের আশঙ্কা স্বাস্থ্য অধিদফতরের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৩ ১৮:৩৬

ঢাকা: দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পেলে সংকটে পড়তে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

রোববার (১৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানান ডা. খুরশীদ।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘বর্তমানে ঢাকায় সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। তারপরে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে। মুগদা হাসপাতালে শয্যা সংখ্যা ৫০০, কিন্তু সেখানে রোগী ভর্তি আছেন ৬০০। তাহলে বুঝতেই পারছেন বাকি রোগীরা কীভাবে আছেন! আমরা অতিরিক্ত কিছু শয্যার ব্যবস্থা সেখানে করেছি। সেই অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করছি চিকিৎসা দিতে।’

তিনি বলেন, ‘মুগদা হাসপাতালের আশেপাশের জোনগুলো যেমন- শনির আখড়া, যাত্রাবাড়ী, সবুজবাগ, কদমতলী, বাসাবো, মুগদা থেকে শুরু করে রামপুরা পর্যন্ত পুরো এলাকাতেই রোগীর সংখ্যা বেশি। তারা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আমরা চেষ্টা করেছিলাম— সেখান থেকে রোগী অন্য খানে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রোগীরা রাজি হননি। তারা তাদের বাড়ির এলাকার মধ্যে থাকতে চান। আমাদের অন্যান্য হাসপাতালে শয্যা সংখ্যা খালি ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি— শয্যা সংখ্যা ধীরে ধীরে ভরে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে, উদ্বেগজনকভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আমরা চিকিৎসা দিচ্ছি, দেব। এখনও পর্যন্ত আমাদের কোনো সংকট নাই। কিন্তু যদি রোগীর সংখ্যা বাড়তেই থাকে, তাহলে সংকটে পড়ব।’

বিজ্ঞাপন

ডা. খুরশীদ বলেন, ‘ইতোমধ্যেই ডিএনসিসি হাসপাতালে রোগী ভর্তি শুরু হয়েছে। মুগদা হাসপাতালে জনবল সংকটের বিষয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসক নিয়োগের পাশাপাশি নার্সের সংখ্যা বাড়ানোর জন্যেও উদ্যোগ নেওয়া হচ্ছে।’

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. আহমেদুল কবীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

ডেঙ্গু স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর