Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকরিয়ায় বিক্রয় প্রতিনিধির মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৩ ১১:০১

প্রতীকী ছবি

কক্সবাজার: চকরিয়ায় হাসপাতাল এলাকা থেকে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির (এসআর) গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার জানান, শনিবার রাত ১১টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানার ভেতরের মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. এরশাদুল্লাহ (৩২) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। তিনি বেসরকারি ওষুধ কোম্পানি ‘হেলথ কেয়ার’ এর চকরিয়া উপজেলার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, ‘কারা, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা এখনও নিশ্চিত নয়। ব্যবসায়িক লেনদেন নাকি অন্য কোন কারণে এ ঘটনা সে ব্যাপারে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এমও

চকরিয়া টপ নিউজ বিক্রয় প্রতিনিধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর