Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ টাকার টিকিট কেটে ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৩ ১২:১২ | আপডেট: ১৫ জুলাই ২০২৩ ১৬:৪৭

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: পিএমও

ঢাকা: জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে চোখের পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৫ জুলাই) সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান তিনি। হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে শিশু রাব্বির গালে হাত বুলিয়ে আদর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: পিএমও

হাসপাতালে শিশু রাব্বির গালে হাত বুলিয়ে আদর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: পিএমও

চোখের পরীক্ষা শেষে ফেরার পথে হাসপাতালে আগত রোগী ও কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তাদের সঙ্গে ছবিও তোলেন তিনি। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন।

হাসপাতালে উপস্থিত সকলের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: পিএমও

হাসপাতালে উপস্থিত সকলের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: পিএমও

এর আগেও বেশ কয়েকবার রুটিন চেকাপের অংশ হিসেবে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে নিজের চোখের পরীক্ষা করান এবং চিকিৎসকদের পরামর্শ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/এনআর/এনএস

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর