টাঙ্গাইলে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৩ ২৩:০০ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ ২৩:০১
১৪ জুলাই ২০২৩ ২৩:০০ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ ২৩:০১
টাঙ্গাইল: জেলার ধনবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় তিনজন অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জামতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, শুক্রবার রাতে ধনবাড়ী সদর থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে জামতলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার নারীসহ দুই যাত্রী নিহত হন। এসময় আহত হন আরও চারজন।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক পালিয়ে গেলও ট্রাকটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি এইচ এম জসিম উদ্দিন।
সারাবাংলা/এনএস