Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে পুকুরে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৩ ২২:৩৮

প্রতীকী ছবি

কুড়িগ্রাম: জেলার ভূরুঙ্গামারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাবির ও আদিব নামের দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

শুক্রবার (১৪ জুলাই) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাবির খামার বেলদহ গ্রামের আব্দুল হামিদ বাবুর ছেলে। আর আদিব একই গ্রামের আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে। বাবু ও ভুট্টু আপন ভাই।

শিশু দুটির চাচা ও পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবু হোসেন বলেন, ‘আমার দুই ভাতিজা সকাল সাড়ে ৯টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।’

এ তথ্য নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সারাবাংলা/এনএস

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলা