Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,২৩৯, মৃত্যু আরও ৫ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৩ ২০:৩২

ফাইল ছবি

ঢাকা: দেশের বিভিন্ন হাসপাতালে বুধবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৩ জুলাই) পর্যন্ত এক হাজার ২৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৬ জন আর ঢাকার বাইরে ৪৮৩ জন।

এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে দেশে চলতি বছর এখন পর্যন্ত মোট ৯৩ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট চার হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে দুই হাজার ৭০৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩৬১ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে এখন পর্যন্ত ১৭ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ৭৫৭ জন এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৬২৫ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ২২০ জন। এর মাঝে ঢাকায় আট হাজার ৯৭৫ এবং ঢাকার বাইরে চার হাজার ২৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন।

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ ডেঙ্গু

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর