Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আম বৈদেশিক মুদ্রা অর্জনের বড় উৎস হবে: কৃষিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৩ ১৯:১০

ঢাকা: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, অচিরেই আম বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় উৎস হবে। দেশে উন্নত পদ্ধতিতে ও উত্তম কৃষি চর্চা মেনে নিরাপদ আম উৎপাদিত হচ্ছে। আমের রফতানি এ বছরেই অনেক বেড়েছে। রফতানি আয় শুধু গার্মেন্টস নির্ভর না রেখে বহুমুখী করতে আমরা চেষ্টা করছি। আম, শাকসবজিসহ বিভিন্ন কৃষিপণ্য রফতানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা আয় করব।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কেন্দুয়ায় আধুনিক পদ্ধতিতে আম চাষের বাগান পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রী বলেন, ‘টাটকা আমের পাশাপাশি প্রক্রিয়াজাত করে আমের জেলি, পাল্পসহ আম দিয়ে তৈরি বিভিন্ন খাদ্যও রফতানি করা হবে। এতেও বৈদেশিক মুদ্রা আয় করা যাবে।’ আমের জন্য সংরক্ষণাগার নির্মাণ এবং আম চাষিদের জন্য সহজ শর্তে কম সুদে ঋণের ব্যবস্থা করা হবেও বলে জানান মন্ত্রী।

এ সময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ, সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক একেএম গালিভ খান, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে দুপুরে কৃষিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার কানসাটে আমের কোল্ডস্টোরেজ ও ছত্রজিতপুরে পলিনেট হাউজে বিভিন্ন ফসলের চাষ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘দেশে ভাতের কোনো অভাব নেই। খাদ্যের কোনো সংকট নেই, কোনো দুর্ভিক্ষ নেই। এখন আমরা আধুনিক কৃষির দিকে যাচ্ছি। আধুনিক প্রযুক্তির পলিনেট হাউজে সারাবছর বিভিন্ন ফসলের চাষ করা হচ্ছে। এই পলিনেট প্রযুক্তি আগামীতে সারা দেশে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হবে।’

বিজ্ঞাপন

একইদিন বিকেলে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে আম উৎপাদন, বিপণন ও সংরক্ষণবিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

আম কৃষিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর