Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ বছরে ৬ লাখ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৩ ১৭:৫০

ঢাকা: ২০২১ সালের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত মোবাইল কোর্ট ও নিজস্ব জনবল দিয়ে মোট ৬ লাখ ৩ হাজার ৯৭৫টি গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এই সময়ের মধ্যে দেশের ২৯ হাজার ৭৪৬টি স্পটে ২৮ হাজার ৩৯৮টি অভিযান পরিচালনা করে সংস্থাটি।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধিভুক্ত এলাকায় অবৈধ গ্যাস লাইন ও সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হয়। তিতাসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ৩৩০টি এবং নিজস্ব জনবল দিয়ে ২৮ হাজার ৬৮টি পরিচালনা করা হয়। এসব অভিযানে ৬৬৮ দশমিক ৫০ কিলোমিটার অবৈধ লাইন ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া বকেয়ার কারণে ৬ লাখ ২ হাজার ৮৮৪টি গ্যাস সংযোগ (বার্ণার ভিত্তিক) এবং অন্যান্য শ্রেণির ১ হাজার ৯১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে মোট ৬ লাখ ৩ হাজার ৯৭৫ টি গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তথ্যমতে, গাজীপুর ডিভিশনের অধিভুক্ত এলাকা আবিবি-গাজীপুর-এর ৪ নং ওয়ার্ড, সারদাগঞ্জ, কামারজুরি, সারদাগঞ্জ (৫নং ওয়ার্ড), মনিপুর ও মেম্বারবাড়ি, লম্বরীপাড়া, তরুবিথি, ভুরুলিয়া, লালমাটিয়া, উত্তর ছায়াবিথি, ডেগেরচালা, ছয়দানা হাজীর পুকুর ও পূর্বাচল স্টিল মিল রোড, বড়বাড়ি ও কলমেশ্বর এলাকায় এবং আবিবি-সাভারের হেমায়েতপুর ও ইমান্দিপুর, চরাবাগ, বি-বাংলা গৌরপিুর, পালোয়ানপাড়া, কাঠগড়া, আরাগাঁও, জহুরচন্দ্রা, বেলমা ও জিরাবো এলাকায়।

নারায়ণগঞ্জ বিভাগের অধিভুক্ত এলাকা আবিবি-নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ এলাকা, আবিবি-সোনারগাঁওয়ের ফুলহার, মদনপুর, বন্দর, দক্ষিণ লক্ষণখোলা, দাসেরগাঁও, বন্দর, উত্তর লক্ষণখোলা খালপাড়, বাগদোবাড়িয়া, কেউডালা, মদনপুর, আধুরিয়া, রূপগঞ্জ, কদমতলা, তিনগাঁও, ভাংতিবাজার, কুড়িপাড়া, আন্দিপাড়া, কুড়িপাড়া বটতলা, ইস্পাহানি বাজার, কুড়িপাড়া চাপাতালি, কুড়িপ চৌরাস্তা, গকুল দাসেরবাগ, জাঙ্গাল-হালুয়া রোড, কেওঢালা পশ্চিমপাড়া, পোরাবো, পোষাবো, আধুরিয়া, কেরসাবো, ভোলাবো এবং আবিবি-নরসিংদীর শল্লাবাইদ, মনোহরদী, শিবপুর, ব্যাংক কলোনি, কাওরিয়াপাড়া, আস্মান্দিরচর, কলেজপাড়া এলাকায় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

ময়মনসিংহ বিভাগের অধিভুক্ত এলাকা আবিবি-ময়মনসিংহের ময়মনসিংহ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মেট্রো ঢাকা (দক্ষিণ) ডিভিশনের অধিভুক্ত এলাকা মেঢাবিবি-১ এর অধিভুক্ত কদমতলী শিল্প এলাকা, পূর্ব বক্সনগর, পশ্চিম সারুলিয়া, টেংরা, ডেমরা, কাজীরগাঁও, গিরিধারা, ভুঁইঘর, তুষারধারা আবাসিক এলাকা, আমুলিয়া, মিরপাড়া, পাইটি, ডেমরা, মেন্দিপুর, খলাপাড়া বাজার, নলছটা, ডগাইর পূর্বপাড়া, বোর্ড মিল, ভুট্টো রোড, দনিয়া, কদমতলী আবাসিক এলাকা এলাকায়, মেঢাবিবি-২ এর অধিভুক্ত মতিঝিল ও তৎসংলগ্ন এলাকায় এবং মেঢাবিবি-৩ এর অধিভুক্ত জোড়াভিটা, হাজীবাড়ী, শেখের জায়গা, অনন্দনগর, মান্ডা, মুগদা, মেরাদিয়া, ফজলু কমিশনের গলি, নবীনবাগ, ত্রিমোহনী, নন্দীপাড়া, পশ্চিম নন্দীপাড়া, পশ্চিম রামপুরা ও উলন এলাকায় অভিযান চালনো হয়।।

এছাড়া মেট্রো ঢাকা (উত্তর) বিভাগের অধিভুক্ত এলাকা মেঢাবিবি-৪ এর অধিভুক্ত কড়াইল বস্তি, গুলশান, সাঈদনগর, নুরের চালা, ভাটারা, বাড্ডা, চন্ডালভোগ, উত্তরা, ফায়দাবাদ, ট্রান্সমিটার, লাল মসজিদ, দক্ষিণখান এলাকায়, মেঢাবিবি-৫ এর অধিভুক্ত কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকা, শাহজালাল হাউজিং, হযরত নগর, নবীনগর হাউজিং, শরিয়তপুর টাওয়ার, শহীদনগর, লালবাগ, কামরাঙ্গীরচরের খলিফা ঘাট, কুড়ার ঘাট, টেকের হাট, বড় গ্রাম এলাকায় এবং মেঢাবিবি-৬ এর অধিভুক্ত মিরপুর-৭, শাহ আলীবাগ, শেওড়াপাড়া, ভাষানটেক বস্তি এলাকা, ইস্টার্ন হাউজিং, পল্লবী ২য় ফেজ এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে তিতাসের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সারাবাংলা/জেআর/এনএস

অবৈধ গ্যাস লাইন তিতাস

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর