Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হলো সব জলকপাট

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৩ ১৪:৩৪ | আপডেট: ১৩ জুলাই ২০২৩ ১৬:৩৭

ফাইল ছবি

ঢাকা: তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৩৪ সেন্টিমিটার। যা স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, প্রচণ্ড গতিতে পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। পানির গতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সব গেট খুলে দেওয়া হয়েছে। পানি বাড়ায় আবারও বন্যার আশঙ্কা করছেন নদী তীরবর্তী মানুষ।

বিজ্ঞাপন

সূত্রে আরও জানা যায়, উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এতে লালমনিরহাটের ৫টি উপজেলার তিস্তা অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে প্রায় ৫/৭ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানি নেমে যেতে না যেতেই ফের বন্যার শঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ।

তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় জেলার পাটগ্রাম উপজেলারসহ হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, সদর উপজেলার মুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের নদীর চরাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।

সারাবাংলা/জেআর/এনএস

তিস্তা নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর