Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নুর-হিরো আলমদের উত্থানে সহযোগিতা করছে বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৩ ২০:৪৫

ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: নুর-হিরো আলমদের উত্থানে বিএনপি সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে নগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। রাজনীতিতে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের উত্থান এবং ইউটিউবার হিরো আলমের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘হিরো আলম বা নুরের মতো তথাকথিত নেতাদের উত্থানে নেপথ্যে থেকে সহযোগিতা করছে বিএনপি। তারা চায় না, দেশ সমৃদ্ধ হোক। তারা রাজনীতিকে ভিন্নধারায় পরিচালিত করছে। গুলশান-বনানীতে হিরো আলমের প্রার্থী হওয়া, এটা কি স্বাভাবিক? এটা দুঃখজনক, আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। মানুষকে এসব বিষয় জানাতে চাই, জনগণ যেন মিথ্যাচারে বিভ্রান্ত না হয়।’

নির্বাচন বানচালের ‘ষড়যন্ত্র’ থেকে বিএনপিকে সরে আসার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘দেশের রাজনীতি চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছে। গতকাল (মঙ্গলবার) ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল দেশে এসেছে। সামগ্রিক পরিস্থিতি তারা দেখছে। একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে বিরত আছে। শুধু তা-ই নয়, ষড়যন্ত্রে লিপ্ত।’

‘ভুল থেকে তারা শিক্ষা নেয়নি, অতীতের জ্বালাও পোড়াও আঁকড়ে ধরে ভবিষ্যতেও একই পন্থা অবলম্বনের অপচেষ্টায় আছে। চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন বানচালেরও আশঙ্কা আছে। তাদের প্রতি আহ্বান- যা করবেন, নিয়ম মেনে করবেন। নির্বাচন বানচাল করার মতো কোনো ইচ্ছা থাকলে সেখান থেকে সরে আসবেন।’

বিজ্ঞাপন

সহিংস পথ পরিহার করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘দেশের মানুষের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান করব সহিংস পথ পরিহার করে জাতীয় নির্বাচনে অংশ নেবেন। বিদেশি প্রতিনিধিরা তাদের প্রতিক্রিয়া দেবে। আমরা একটা স্বাধীন দেশ। এখন আমরা অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে আছি। সেই লক্ষ্যও অর্জিত হবে।’

বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ (বুধবার) ঢাকায় দুইটি সমাবেশ। যতটুকু জানি ওনারা এক দফার সমাবেশ করেছেন। আর আরেকটি শান্তি সমাবেশ। নির্বাচন ঘিরে কোনো সহিংস পরিস্থিতি আমরা আন্তরিকভাবে চাই না। ৩৭টি দলকে অনুরোধ করব, রাজনীতিকে রাজনীতিতেই রাখবেন। কোনো সহিংসতাকে যেন উস্কে দেওয়া না হয়।’

‘গতবার সমাবেশের আগে তারা (বিএনপি) আমার সঙ্গে যোগাযোগ করেছিল। যেখানে চেয়েছে, সেখানে সমাবেশ করেছে। কিন্তু যাওয়ার সময় বঙ্গবন্ধুর দেওয়াল চিত্র ভেঙে দিয়ে তাদের নিচু মানসিকতার প্রকাশ ঘটিয়েছে। সেরকম কিছু চাই না। কেউ নিজে থেকে ভোটে না এলে সেটা তাদের বিষয়। ভোটে পর্যবেক্ষণ থেকে শুরু করে যা কিছু সব নির্বাচন কমিশন করবে।’

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘৪২ বছর আগে আমি রাজনীতি শুরু করেছি। অতীতে চট্টগ্রামের রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা শুধু নয়, সকল ক্ষেত্রে মানুষের বঞ্চনা মেটাতে এবিএম মহিউদ্দিন চৌধুরীর সংগ্রামে সামিল হয়েছি। এটাই চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাস। আমি নির্বাচিত হলে শুধু নৌকার বিজয় হবে তা নয়, সুশাসনেরও বিজয় হবে। নৌকার বিজয়কে প্রধানমন্ত্রী ঢাকা থেকে ছিটমহল পর্যন্ত নিয়ে গেছেন।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় নগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, উপ দফতর সম্পাদক কাউন্সিলর জহরলাল হাজারী ছিলেন।

সারাবাংলা/আইসি/এনএস

আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর