Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের উৎপাদনে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৩ ২০:১৩

ঢাকা: টানা ১০ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদন শুরু করেছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। গত সোমবার (১০ জুলাই) সন্ধ্যা থেকে এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বিপিডিপির সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, গত ৩০ জুন রাত ৮টা ৪৬ মিনিটে এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রোটেকশনে ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারিয়ে গত সোমবার সন্ধ্যা ৭টায় আবার উৎপাদন শুরু হয়। এরপর প্রথম ইউনিট থেকে রাত ১২টায় সর্বোচ্চ উৎপাদন ছিল ৩৬১ মেগাওয়াট। বর্তমানে সেটি বেড়ে ৬৬০ মেগাওয়াট হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে কয়লা সংকটের কারণে এই বিদ্যুৎকেন্দ্র কয়েক দফা সাময়িক বন্ধ রাখতে হয়। জানা গেছে, সে সংকট কেটে গেছে। রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আমদানি করা হয় ইন্দোনেশিয়া থেকে। যা পর্যায়ক্রমে আসে। বর্তমানে ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি ইউনিট বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করছে। ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুই ইউনিটের এই বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চালু থাকলে প্রতিদিন আট হাজার টন কয়লার প্রয়োজন হবে।

দ্বিতীয় ইউনিট বাণিজ্যিকভাবে চালু হবে সেপ্টেম্বরে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যে কয়লা মজুত এবং পাইপলাইনে রয়েছে তাতে আগামী তিন বছরের জন্য জন্য নিশ্চিন্ত থাকা যাবে।

সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর একটি রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের রামপাল উপজেলার সাপমারি-কাটাখালী ও কৈর্গদাশকাঠী এলাকায় ১ হাজার ৮৩৪ একর জমির ওপরে কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২০১০ সালের জানুয়ারিতে দুই দেশ সমঝোতা স্মারকে সই করে। বিদ্যুতকেন্দ্র নির্মাণের লক্ষ্যে ২০১২ সালের জানুয়ারিতে দুই দেশের রাষ্ট্রায়াত্ত কোম্পানি বিপিডিবি ও এনটিপিসি যৌথ একটি কোম্পানি গঠন করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল) ২০১৭ সালে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ প্রক্রিয়া শুরু করে। বিআইএফপিসিএল’র তথ্য অনুযায়ী, কাজ শুরুর তারিখ থেকে ৪১ মাসের মধ্যে প্রকল্প শেষ করার কথা থাকলে করোনাভাইরাস মহামারির কারণে তা পিছিয়ে যায়। এক বছর পিছিয়ে ২০২১ সালের ডিসেম্বরে স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে উৎপাদন শুরুর চিন্তা করা হয়। কিন্তু সঞ্চালন লাইন নির্মাণ না হওয়ার পাশাপাশি কয়লার সংস্থান না হওয়ায় তা আবার পেছানো হয়। বার বার তারিখ পেছানোর পর ২০২২ সালের ১৭ ডিসেম্বর উৎপাদনে যায় রামপাল বিদ্যুৎকেন্দ্র। এর আগে বিদ্যুৎকেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট ২০২২ সালের ১৫ আগস্ট পরীক্ষামূলক উৎপাদন শুরু করে। এলসি জটিলতায় আমদানি ব্যাহত হওয়ায় কয়লা সংকটে ২০২৩ সালের ১৪ জানুয়ারি সকাল ৯টার দিকে প্রথমবার বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়। এরপর কয়লা সংকটে আরও কয়েকবার উৎপাদন বন্ধ হয়।

সারাবাংলা/জেআর/এনএস

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর