Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি প্রচারে অংশ নেওয়ায় সচিব খাজা মিয়া ওএসডি

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৩ ২৩:৫২ | আপডেট: ১২ জুলাই ২০২৩ ০০:১০

ঢাকা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চাকরিবিধি লঙ্ঘন করে নির্বাচনি প্রচারে অংশগ্রহণ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিসিএস দশম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা খাজা মিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনকালে গত ১ জুন তিনি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান। এই দায়িত্বের আগে তিনি ২০২০ সালের ৩০ নভেম্বর থেকে ২০২১ সালের ২ জুন পর্যন্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, খাজা মিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়ে সম্প্রতি প্রচারণা চালান। ঈদুল আজহার আগে ও পরে এলাকায় বেশ কয়েকটি পথসভা ও উঠান বৈঠক করেছেন এই আমলা।

এর আগেও তিনি নড়াইল সদরের একাংশ, কালিয়া ও নড়াগাতিতে সভা-সমাবেশ করেছেন। এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে খবরও প্রকাশিত হয়েছে। তার এ কার্যক্রম সরকারি কর্মচারী আচরণবিধির লঙ্ঘন।

উল্লেখ্য, খাজা মিয়া ২০২৪ সালের ৪ জুলাই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

খাজা মিয়া টপ নিউজ নির্বাচনি প্রচার সিনিয়র সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর